বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি কৃষ। এর চতুর্থ কিস্তি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছেন নির্মাতারা।
এদিকে এই সিনেমা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহলের শেষ নেই। শুটিং কবে শুরু হবে, কারা অভিনয় করবেন তা নিয়ে চলছে নানা জল্পনা।
কৃষ ফ্যাঞ্চাইজির আগের দুই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তার পরিবর্তে দেখা যাবে দীপিকা পাড়ুকোন। একটি সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে বলিউডহাঙ্গামা ডটকম।
সূত্র জানায়, কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমায় প্রিয়াঙ্কার ফেরার সম্ভাবনা নেই। তার পরিবর্তে দীপিকাকে নিতে চাইছেন হৃতিক ও রাকেশ রোশান। চরিত্রটি তার জন্য সম্পূর্ণ উপযুক্ত। তবে এ বিষয়ে এখনো তার সিদ্ধান্ত জানাননি দীপিকা।
এর আগেও দীপিকা ও হৃতিককে একসঙ্গে সিনেমায় দেখা যাবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই গুঞ্জন উড়িয়ে দেন দীপিকা। কিন্তু কয়েকদিন আগে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জনটি আবারো জোরাল হয়।
Development by: webnewsdesign.com