প্রিয়াঙ্কা চোপড়ার পর সরে দাঁড়িয়েছেন ক্যাটরিনাও

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | ৪:৫১ অপরাহ্ণ

প্রিয়াঙ্কা চোপড়ার পর সরে দাঁড়িয়েছেন ক্যাটরিনাও
প্রিয়াঙ্কা চোপড়ার পর সরে দাঁড়িয়েছেন ক্যাটরিনাও
apps

প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার বলিউডের ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জি লে জারা’ থেকে সরে দাঁড়িয়েছেন ক্যাটরিনা কাইফও! ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কা চোপড়া দুজনেই ফারহানের সিনেমাটি ছেড়ে দিয়েছেন।

যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বেশ কিছু ঘনিষ্ঠ সূত্র এমনটাই দাবি করেছে। সূত্র মতে, নির্মাতারা এখন কিয়ারা আদভানি এবং আনুশকা শর্মাকে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা করছেন।

প্রথমে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে ‘জি লে জারা’ নির্মাণের ঘোষণা আসলেও পরবর্তীতে প্রিয়াঙ্কার শিডিউল না মেলায় ফারহান আপাতত সিনেমাটির শুটিং স্থগিত করেছিলেন। এখন ক্যাটরিনাও সিনেমাটি থেকে সড়ে যাওয়ায় নতুন তারকা অন্তর্ভুক্তির পর ছবিটি শুরু করবেন বলেও শোনা যাচ্ছে।

মূলত প্রিয়াঙ্কা চোপড়া তার হলিউডের চুক্তির কারণে ২০২৩ সালে শুটিংয়ের তারিখ নির্ধারণ করতে পারেননি এবং ফারহানকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা ২০২৪ সালে ‘জি লে জারা’-এর জন্য শুটিং করতে পারবে কিনা।

ফারহান সেই মোতাবেক আগালেও আলিয়া ভাট ইতোমধ্যেই ২০২৪ সালে ‘রামায়ণ’ এবং ‘বৈজু বাওরা’র শুটিংয়ের জন্য চুক্তিবদ্ধ। এই দুটি সিনেমার জন্য আলিয়া ২০২৪ সালে ফারহানকে শিডিওল দিতে পারেননি। শিডিউল নিয়ে এমন জটিলতা দেখা দেয়ায় প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা সিনেমাটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে ক্যাটরিনা জানিয়েছিলেন, ‘জি লে জারা’র শুটিং শেষ করে অন্তঃসত্ত্বা হওয়ার পরিকল্পনা করবেন। তবে সিনেমাটি শুরু হওয়াই যখন সংকটে, তখন এটি ছেড়ে দেয়াই বুদ্ধিমত্তার পরিচয়। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কারা যুক্ত হবেন এই সিনেমায়।

Development by: webnewsdesign.com