প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কাজিপুরে মা সমাবেশ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | ৯:৩৭ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কাজিপুরে মা সমাবেশ
apps

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৯ এপ্রিল বুধবার দুপুরে কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাইদ। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম টিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাচিহারা হাই স্কুলের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, মায়েদের পক্ষে থেকে রাফিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী ও দুই শতাধিক মা।

Development by: webnewsdesign.com