দেবহাটার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা।
বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে পর্যায়ক্রমে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
এদিকে, দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। দেবহাটা প্রেসক্লাব হলরুমে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার ও সুশীলনের প্রোগ্রাম অফিসার রাসেল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দরা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পাশাপাশি প্রেসক্লাবের সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নব-নির্বাচিত নেতৃবৃন্দদের জন্য ১৩ টি পিপিই, একশত ফেসমাস্ক ও একশত হ্যান্ড গ্লাভস প্রদান করেন।
এসময় দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন এর নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, সহ-সভাপতি আবু হুরাইরা, প্রভাষক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য আকতার হোসেন ডাবলু, দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিয়াজুল ইসলাম, সহযোগী সদস্য রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, আবুল হাসানসহ দেবহাটা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com