প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জাতীয় পার্টির নেতাদের

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৭:৪১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জাতীয় পার্টির নেতাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জাতীয় পার্টির নেতাদের
apps

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এবং রওশন এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি।

বৈঠককালে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জ্ঞাপন করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী পৃথিবীর যেকোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

জাতীয় পার্টির নেতারা বলেছেন, স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত-প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর আছে। এর সুফল বাংলাদেশের জনগণ ভোগ করছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধপরিকর। জাতীয় পার্টি এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

এদিকে, জাতীয় পার্টির সূত্র জানিয়েছে, বেলা ১১টার দিকে গণভবনে যান রওশন এরশাদ ও জি এম কাদের। সাক্ষাৎকালে তারা জাতীয় পার্টির মধ্যেকার বি‌রোধ নিরসন এবং সম্প্রতি বিএন‌পি থেকে নির্বাচিত এমপিদের ছে‌ড়ে দেওয়া শুন‌্য আস‌নে উপ-নির্বাচনসহ জাতীয় নির্বাচন ‌নি‌য়ে আ‌লোচনা করেন। সাতটি শূন্য আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিকেল ৩টার দিকে গণভবন ত্যাগ করেন রওশন এরশাদ, জি এম কাদের ও সাদ এরশাদ।

Development by: webnewsdesign.com