মোছাঃ আজেকা বেগম(২৪), পিতা – আবুল হোসেন (দালাল) গ্রাম- হয়বত খাঁ, ডাকঘর- ভায়ারহাট, টেপামধুপুর, কাউনিয়া, রংপুর। সে তালাক প্রাপ্তা হওয়ায় আজম খাঁ সর্ব সাং একই জিয়াউর রহমান জিয়া, পিতা- ছামছুল বানিয়া, গ্রাম- আজম খাঁ, ডাক- ভায়ারহাট, টেপামধুপুর, কাউনিয়া, রংপুর এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত ঈদুল ফিতরের সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
জিয়ার ঘরে প্রথম স্ত্রী ও ২ টি কন্যা সন্তান রয়েছে। সে কারনে এই আজেকাকে নিয়ে জিয়ার আত্মীয় আহমদআলীর বাসায় (চর বিদ্যানন্দ রাজারহাট, কুড়িগ্রামে) ঘর সংসার আরম্ভ করে বসবাস করে আসছিল। গতকাল সন্ধা বেলায় হঠাৎ জিয়া তার প্রথম স্ত্রীর সাথে দেখা করতে গেলে অভিমান করে আজেকা সন্ধা বেলায় ইদুর মারার গ্যাস টেবলেট পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
আজেকার অবস্থা বেগতিক হলে আহম্মদ আলীর বাড়ীর লোকজন তাকে কাউনিয়া মেডিকেলে নিয়ে যায়।মেডিকেলের কর্তব্যরত ডাক্তার রাত আনুমানিক ৮ঃ১০ মিনিটে মৃত ঘোষনা করে। লাশ কাউনিয়া মেডিকেলে রেখে আজেকার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সবাই পালিয়ে যায়।
এ বিষয়ে টেপামধুপুর ৬নং ওয়ার্ডের মেম্বার জহির উদ্দিন বলেন, আমি বিষয়টি সম্পূর্ণ শুনেছি, বিষয়টি আমার কাছে সাধারন মনে হচ্ছে না! তিনি আরো বলেন যে ,শুধু বউয়ের কাছে যাওয়া নিয়ে কেউ আত্মহত্যা করবে বলে আমি বিশ্বাস করিনা।এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি তদন্ত কে অনেক বার ফোন করেও পাওয়া যায়নি!
Development by: webnewsdesign.com