প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের খাবারের দায়িত্ব নিলেন সালমান খান

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ৩:০৯ অপরাহ্ণ

প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের খাবারের দায়িত্ব নিলেন সালমান খান
apps

করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মুম্বাই। এরই মধ্যে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। এ অবস্থায় দেশটির প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের খাবারের দায়িত্ব নিয়েছেন বলিউড ভাইজান সালমান খান।

নিজের জীবনের তোয়াক্কা না করে মানুষের জীবন বাঁচাতে যারা লড়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ দায়িত্ব নিয়েছেন সালমান খান। যুব সেনার সঙ্গে হাত মিলিয়ে খাবার সরবরাহের দায়িত্ব নিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন যুব সেনার নেতা রাহুল এন কানাল।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের নিয়ে চিন্তায় আছেন সালমান খান। সারাদিন তারা সেবা ও চিকিৎসা দিতে ব্যস্ত থাকেন। নিজেদের খাবার কীভাবে জোগান? এমন প্রশ্ন অভিনেতার। বেশির ভাগ দোকান বন্ধ থাকায় এ দায়িত্ব নিয়েছেন তিনি।

চা, বিশুদ্ধ পানি, বিস্কুট থাকছে খাবারের তালিকায়। এ ছাড়া পোহা, বড়া পাও ও পাও-ভাজির মধ্যে কোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে তাদের। কেউ খাবার না পেলে বা জরুরি দরকার হলে একটি নম্বরে ফোন করলেই পৌঁছে দেয়া হবে। এই সেবা ১৫ মে পর্যন্ত দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Development by: webnewsdesign.com