প্রথম বারে মত মেয়ে মালতী কে সবার সামনে আনলেন প্রিয়াঙ্কা

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | ৫:৪৮ অপরাহ্ণ

প্রথম বারে মত মেয়ে মালতী কে সবার সামনে আনলেন প্রিয়াঙ্কা
apps

চলতি বছরেই মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন তিনি। প্রি ম্যাচিউর ডেলিভারির কারণে মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল।

তারপর বাড়ি ফেরার পর এতদিন মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ ইমোজি দিয়ে ঢেকে রেখে ছবি পোস্ট করতেন প্রিয়াঙ্কা। এবার তা করলেন না। বুধবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ঘুমন্ত মেয়ের মুখের ছবি দিলেন প্রিয়াঙ্কা। খবর হিন্দুস্টান টাইমস।

স্ট্রোলারের একপাশে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে মালতী মেরি। গায়ে সাদা রঙের সোয়েটার আর মাথায় গোলাপি রঙের টুপি। গায়ে একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে রাখা। টুপিতে ঢাকা মুখমণ্ডলের অর্ধেক দেখিয়ে দিলেন সকলকে।

প্রিয়াঙ্কার একটা ফ্যান-অ্যাকাউন্ট থেকেও ছবিটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। আর তা দেখে সকলেই উঠেপড়ে লেগেছেন প্রিয়াঙ্কার মেয়েকে কার মতো দেখতে, সেটি নিয়ে। কেউ বলছেন, ‘ঠোঁট নিকের মতো। আরেকজন লিখলেন, ‘গালটা মায়ের মতোই লাগছে।’ কেউ লিখলেন, ‘কি কিউট! চটকাতে ইচ্ছে করছে।

২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্যালেসে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস। ২০২২-এর জানুয়ারিতে মেয়ে হওয়ার খবর দেন এই দম্পতি।

 

Development by: webnewsdesign.com