প্রথমবারের মতো দেশের ৫ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ | ৪:৪১ অপরাহ্ণ

প্রথমবারের মতো দেশের ৫ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
apps

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এ বছরের ভর্তি পরীক্ষা। এবার প্রথমবারের মতো আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের চাপ ছিল অনেকটা কম।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হবে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়ছেন ৭৬ জন। আসনের মধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

রাবি কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সিয়াম উদ্দিন বলেন, ‘পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি সহজ ছিল এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত বছর আমরা যেমন ভিড় দেখেছিলাম, এবার তেমন ভিড় ছিল না। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম এবং পানির ব্যবস্থা ছিল এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

অভিভাবক মোছা. হালিমা খাতুন বলেন, ‘আগে তীব্র যানজট ও অতিরিক্ত ভিড়ের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পৌঁছাতে পারত না। কিন্তু এবার পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ায় চাপ অনেকটাই কমেছে। রাজশাহীতেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আমি মনে করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখা উচিত।’

ভর্তি পরীক্ষায় নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭০ জন ট্রাফিক সদস্য, ১৫০ জন পুলিশ সদস্য, ৩০ জন গোয়েন্দা পুলিশ ও বিএনসিসি ও স্কাউটের ২০০ জন সদস্য কাজ করছেন।

তিনি আরও জানান, অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের সমস্যা যেন না হয়, সে জন্য প্রক্টররা টহল দেবেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ ফার্স্ট এইডের ব্যবস্থা রাখা হয়েছে।

Development by: webnewsdesign.com