প্রতিবেশি বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | ১১:৪২ পূর্বাহ্ণ

প্রতিবেশি বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
apps

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইনুদ্দিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাঈনুদ্দিন ফুলবাড়িয়ার আল-আমীন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের নিয়ে বাসার ছাদে উঠে ঘুড়ি উড়ানোর সময় ঘুড়িটি একটি গাছে ডালে সাথে আটকে যায়। পরে মাঈনুদ্দিন গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুতের লাইনের সাথে জড়িয়ে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা মাঈনুদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, মাইনুদ্দিন নামের একটি শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com