আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সমমনা ইসলামি দলসমূহের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে খেলাফতে যুব মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক সাহেবের নিজেস্ব পেইজে লিখিত পোস্টে বলেন যে, আজকের বৈঠকে ৪ দাবিতে আগামী বৃহস্পতিবার (২২ শে অক্টোবর) বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে সমাবেশ-মিছিল ও পরদিন শুক্রবার (২৩ অক্টোবর) দেশব্যাপি প্রতিবাদী কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়েছে ।
সিদ্ধান্ত কৃত ৪ দফা দাবি হল-
১. নিরাপত্তা বাহিনীর হেফাজতে সাধারণ নাগরিকের হত্যাকান্ড বন্ধ।
২. দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ।
৩. সীমান্তহত্যা বন্ধ ও
৪. ধর্ষণ ও ব্যভিচার রোধে সমমনা দলসমূহের ঘোষিত ৬ দফা বাস্তবায়ন ।
এছাড়াও আজকের বৈঠকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন ফরায়েজী আন্দোলনকে সমমনা ইসলামী দলসমূহের সাথে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ।সে মতে ফরায়েজী আন্দোলনও আগামীর ঐক্যবদ্ধ সংগ্রামে শামিল হবে বলে জানান আল্লামা মামুনুল হক সাহেব।
Development by: webnewsdesign.com