প্রতিবাদের মুখেই তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণ শেষ

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ | ৩:১৫ অপরাহ্ণ

প্রতিবাদের মুখেই তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণ শেষ
apps

প্রতিবাদ ও আপত্তির মুখে শেষ পর্যন্ত রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠের উত্তর পাশের দেয়াল তৈরির কাজ শেষ হয়েছে। বুধবার রাতে দেয়াল তৈরির কাজ শেষ করেছে পুলিশ।

মাঠটি রক্ষার দাবিতে এলাকাবাসী, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আন্দোলন করে আসছেন। স্থানীয়রা বলছেন, বুধবার প্রতিবাদ-সমাবেশ চলাকালে দেয়াল তৈরির কাজ বন্ধ ছিল। সবাই চলে যাওয়ার পর আবার কাজ শুরু হয়। রাতের মধ্যেই দেয়াল তৈরির কাজ শেষ করে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তেঁতুলতলা মাঠে খোঁজ নিয়ে জানা গেছে, মাঠের উত্তর পাশের পুরো এলাকায় দেয়াল তৈরি করা হয়েছে। শুধু এক পাশে সামান্য জায়গা খালি রাখা হয়েছে। সেখান দিয়ে লোকজন মাঠে প্রবেশ করছেন। মাঠে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন।

বুধবার মাঠটির সীমানা ঘেঁষে ১৪টি দেশি প্রজাতির গাছ রোপণ করেন আন্দোলনকারীরা। গাছগুলো সেভাবেই রয়েছে।মাঠটি রক্ষার দাবিতে বুধবার সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন আন্দোলনকারী ব্যক্তিরা। তারা আধাঘণ্টার মতো মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তেঁতুলতলা মাঠটি স্কয়ার হাসপাতালের উল্টো দিকের একটি গলিতে। এটি মূলত একটি খালি জায়গা, যা পুলিশ জেলা প্রশাসনের কাছ থেকে বরাদ্দ নিয়ে কলাবাগান থানার ভবন নির্মাণ করছে।

সূত্র : যুগান্তর

Development by: webnewsdesign.com