নোয়াখালীর আলোচিত পৌরসভা বসুরহাটের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এগিয়ে আছেন।
সর্বশেষ পাওয়া ৬টি কেন্দ্রের ফলাফলে আব্দুল কাদের মির্জা নৌকা প্রতীক পেয়েছেন ৭ হাজার ৩৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২২৫ ভোট।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপি যে মিথ্যাচার করেছেন বসুরহাট পৌরসভার জনগন সেটার জবাব দিয়েছেন।
উল্লেখ্য, দেশের আলোচিত এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েও তীর্যক মন্তব্য করে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন আব্দুল কাদের মির্জা। এরপর থেকে সারাদেশের মানুষের চোখ ছিল এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে।
Development by: webnewsdesign.com