দীর্ঘ দিনের পোড়া তৈল দিয়ে বেকারি সামগ্রী তৈরি ও মিষ্টিতে তেলাপোকা পাওয়ার অপরাধে চট্রগ্রামের হাটহাজারীর একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার মির্জাপুর সরকার হাটের ঘোষ বেকারিকে এই জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
তিনি বলেন, বেকারিতে পোড়া তেল দেখতে পেয়ে, এটা কেন রাখা হয়েছে জানতে চেয়েছিলেন। বেকারি লোকজন জানায়, আগুন জ্বালানোর জন্য রেখেছে বলছে, তাহলে পোড়া তৈল গরম কেন জানতে চাইলে বলে, চুলা থেকে নামিয়েছে তাই। আগুন জ্বালানোর জন্য রাখলে দোকানের পেছনে ডাস্টবিনে লুকানো কেন জানতে চাইলে বেকারি লোকজন জানায়, এটা ভূল হয়ে গেছে।
মিষ্টিতে তেলা পোকা পড়ে থাকার বিষয়ে বেকারির লোকজনের বক্তব্য, এটা ভুল হয়ে গেছে জানায়। এসব অপরাধের দায়ে ঘোষ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ইউএনও রুহুল আমিন।
Development by: webnewsdesign.com