মেয়ে কেলি নাসিমেন্তো, ছেলে এদিনিও, সঙ্গে তাঁদের ছেলেমেয়েরা—সবাই মিলে একটি ছবি তুলেছেন। ছবির স্থান সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল। এখানেই পেলে প্রায় এক মাস ধরে ভর্তি। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলার। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলের পাশে হাসপাতালেই কেটেছে তাঁর পরিবারের সদস্যদের এবারের বড়দিন। ছেলেমেয়েদের নিয়ে বড়দিনের সময় বাবার পাশে থাকার স্মৃতি ফ্রেমবন্দী করে রাখতেই ছবিটি তুলেছে পেলের পরিবার।
হাসপাতালে পরিবারের সবাই আছেন, এমন তিনটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কেলি লিখেছেন, ‘প্রায় সবাই আমরা এখানে আছি। শুভ বড়দিন। কৃতজ্ঞতা, ভালোবাসা, একত্র পরিবার। এটাই তো বড়দিনের মর্মার্থ।’ কেলি এরপর লিখেছেন, ‘আপনারা যে ভালোবাসা জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ। এমন উন্মত্ত আর সুন্দর জীবনে এসব ছাড়া আমি কিছুই না। আজ এবং সব সময় শুভ জন্মদিন।
ছবিটি ছয় বছর আগের।১৯৫৮ বিশ্বকাপে জেতা (জুলেরিমে) ট্রফি হাতে পেলে। শারীরিক অসুস্থতার জন্য এখন হাসপাতালে আছেন কিংবদন্তি
পেলে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার প্রতিবেদন দিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু টানা দুদিন হাসপাতাল কর্তৃপক্ষ পেলের শারীরিক অবস্থার কোনো প্রতিবেদন দেয়নি বলে শুক্রবার উদ্বিগ্ন হয়ে পড়েন বিশ্বজোড়া তাঁর ভক্তরা। সবাইকে আশ্বস্ত করতে কেলি সেদিন পেলের সঙ্গে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা এখনো এখানেই আছি। বিশ্বাসের সঙ্গে লড়াই করছি। একত্রে আরও একটি রাত।
অস্ত্রোপচারের মাধ্যমে গত বছর সেপ্টেম্বরে পেলের মলাশয়ের টিউমার অপসারণ করা হয়েছিল। এর পর থেকেই কেমোথেরাপি নিয়ে আসছেন তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। কিন্তু শরীরে কেমোথেরাপি কাজ না করায় গত ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে পেলের। তাঁকে সাধারণ ওয়ার্ডেও নিয়ে আসা হয়। এভাবেই সব চলছিল।
কিন্তু গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেলের ক্যানসারের অবনতি হয়েছে। এ ছাড়া কিডনি ও হৃদ্যন্ত্রের সমস্যাও আছে। বড়দিনটা পেলেকে হাসপাতালেই কাটাতে হবে। আলবার্ট আইনস্টাইন হাসপাতালের বিবৃতিতে বলা হয়, কিডনি ও হার্টের সমস্যার জন্য তাঁর আরও নিবিড় তত্ত্বাবধান প্রয়োজন।
Development by: webnewsdesign.com