পেন্টাগন একটি সন্ত্রাসী সংস্থা : ইরান

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ | ৮:৫০ অপরাহ্ণ

পেন্টাগন একটি সন্ত্রাসী সংস্থা : ইরান
apps

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে ইরানের পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে উত্থাপিত হয় বিলটি। সেখানে সর্বসম্মতিক্রমে পাশ হয় সেটি। ফলে এরপর থেকে পেন্টাগন ও এর সহযোগি সংস্থা, এজেন্ট ও কমান্ডারদেরকে সন্ত্রাসী হিসেবে দেখবে তেহরান। এ খবর দিয়েছে আল-জাজিরা।

ওই বিলে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যে কোনো ধরনের সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিক, কৌশলগত কোনো সেবার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকলে তাকে সন্ত্রাসবাদের সহযোগি হিসেবে দেখা হবে। গত এপ্রিলে এই বিল উত্থাপিত হয়েছিলো। সেখানে যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় মদদদাতা হিসেবে ঘোষণা করা হয়েছিলো। একইসঙ্গে কুদস ফোর্সের জন্য অতিরিক্ত ২০০ মিলিয়ন ইউরো পাশ করেছে পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় অতিরিক্ত এই অর্থ ব্যবহার করতে পারবে কুদস ফোর্স।

Development by: webnewsdesign.com