পেনাল্টি আটকীয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১:৩৯ অপরাহ্ণ

পেনাল্টি আটকীয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক
পেনাল্টি আটকীয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক
apps

মাঠে মৃত্যুর কোলে ঢলে পড়ার অনেক ঘটনা আছে। এবার যোগ হলো আরনে এসপিএলের নাম। মর্মান্তিক মৃত্যু হয়েছে এই গোলরক্ষকের।বেলজিয়ামের তৃতীয় বিভাগের দল উইনকেল স্পোর্ট বি–র ২৫ বছর বয়সী এসপিল শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন!

এ নিয়ে বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘ভিআরটি নিউজ’–এর বরাতে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানিয়েছে, পেনাল্টি ঠেকিয়ে মাঠেই অচেতন হয়ে পড়েন এসপিল। পরে মেডিকেল দল আধা ঘণ্টার মতো চেষ্টা করেছে তাকে জাগিয়ে তোলার। কিন্তু এসপিলের চেতনা আর ফেরেনি।ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়েস্ট্রোজেবেকা পেনাল্টি পেয়েছিল। তবে পেনাল্টি ঠেকিয়ে এসপিল অচেতন হওয়ার পর আর ফিরে আসেননি।

এদিকে সংবাদমাধ্যমকে এসপিলের এক স্বজন জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে উইনকেল স্পোর্টের সহকারী কোচ স্তেফান ডেয়েরচিনের উদ্ধৃতি প্রকাশ করেছে ল্যান্স। তার ভাষায়, ‘খেলা চলছিল। আমাদের গোলরক্ষক ক্ষিপ্র গতিতে বলটা ধরার পরই পড়ে যায়। এটা খুবই মর্মান্তিক ঘটনা।’

এসপিলের মৃত্যুর কারণ নিশ্চিত করতে আজ দেহের ময়নাতদন্ত করা হবে। উইনকেল স্পোর্টের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এসপিলের মৃত্যু নিয়ে লেখা হয়েছে, ‘গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

 

Development by: webnewsdesign.com