পৃথা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা ,ধর্ষণের প্রতিবাদের মাশুল

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ | ২:১১ অপরাহ্ণ

পৃথা জানালেন ভয়াবহ অভিজ্ঞতা ,ধর্ষণের প্রতিবাদের মাশুল
apps

ভারতের আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে একাট্টা দেশটির বিনোদন অঙ্গনের তারকারা। অভিনেত্রী পৃথা সেনগুপ্ত ওরফে মোক্ষও এই দলে। বেশিই সক্রিয় তিনি। মিছিলে নিয়মিত রাস্তায় নেমেছেন, করেছেন জ্বালাময়ী প্রতিবাদ। ফলাফল সুখকর হয়নি। এসেছে উড়ো ফোন। সেই ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে।

আনন্দবাজার পত্রিকা বলছে, মোক্ষ জানান কয়েক দিন ধরে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআইয়ের ভুয়া পরিচয় দিয়ে ফোন আসছে তার কাছে। অনেকের ধারণা, অভিনেত্রীর ফোনে আড়ি পাতা হচ্ছে।

মোক্ষ বলেছেন, ‘প্রতিবাদের ফল এত ভয়াবহ হবে ভাবতে পারিনি। স্বাভাবিক ভাবে ফোনে কথা বলতে পারছি না। সকলের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছি।

একই সঙ্গে ভাগ করে নিয়েছেন সাম্প্রতিক ভয়াবহ অভিজ্ঞতাও। তিনি আর তার ছেলেবেলার বন্ধু তন্ময় প্রতিবাদী মিছিল সংগঠন নিয়ে আলোচনায় বসেছিলেন। তখনই আসে সেই ভুয়া ফোন (অভিনেত্রীর দাবি)। হিন্দিতে ফোনে বলা হয়, দিল্লি থেকে ফোন এসেছে। যিনি ফোন করেছেন তিনি সিবিআই অফিসার।

মোক্ষর দাবি, এরপর ওই অপরিচিত ব্যক্তি মোক্ষর ছেলে আছে কি না, তার স্বামী কোথায় চাকরি করেন, তার বিয়ে হয়েছে কি না- ইত্যাদি বিষয়ে প্রশ্ন করতে থাকেন। বেগতিক বুঝে হাল ধরেন অভিনেত্রীর বন্ধু তন্ময়। তিনি সরাসরি জানতে চান কী কারণে সিবিআই থেকে ফোন করা হচ্ছে অভিনেত্রীকে? কারণ, মোক্ষ বাকিদের মতো প্রতিবাদ জানিয়েছেন মাত্র। তিনি তো আরজি কর-কাণ্ডের সঙ্গে জড়িত নন। তখন সেই ব্যক্তি ফোন রেখে দেন।

কলকাতার মেয়ে মোক্ষ। ভাগ্য বদলাতে নাম লিখিয়েছিলেন দক্ষিণী চলচ্চিত্রে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ করতে ফিরেছিলেন নিজের শহর দক্ষিণ কলকাতায়। সেখানকার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম প্রতিবাদ করেন তিনি।

Development by: webnewsdesign.com