পূর্ব শত্রুতার জের ধরে পটুয়াখালীতে ছাত্র লীগ নেতাকে মারধর ও তার দুই সহযোগীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০ টার দিকে পটুয়াখালী সদরের হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানযায়, পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট এলাকায় খালের ইজারা নিয়ে কালিকাপুর টাউন এলাকার মোঃ মনিরের সঙ্গে ওই ছাত্রলীগ নেতার পূর্ব শত্রুতার ছিলো। তারই জের ধরে ১০/১২ জন দলবল নিয়ে হেতালিয়া বাঁধঘাট শ্যামবাজার এলাকায় জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ তালুকদার(২৫) সহ তার দুই সহযোগীকে মারপিট ও কুপিয়ে জখম করে।
অহত দুই সহযোগী হলেন- পটুয়াখালী পুরাতন ফেরীঘাট এলাকার লতিফ মৃধার ছেলে অমি সুধা’ (২৫) ও সদরের কলাতলা এলাকার নুরুলহক গাজীর ছেলে মোহাম্মদ সোহেল গাজী (৩০)।
পটুয়াখালী থানার ওসি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Development by: webnewsdesign.com