আদালত কর্তৃক মোট সাজার পরিমাণ ছিল ছয় বছর। অর্থদণ্ড ছিল কোটি টাকারও ওপরে। তার ওপর ছিল আরও ১৮টি মামলা। তবে সাজাসহ ১৮ মামলা মাথায় নিয়ে বিভিন্ন বেশে আত্মগোপন করেছিলেন অভিযুক্ত শাহাজাহান আলী (৫০)। তবে শেষ রক্ষে হয়নি শাজাহানের।
পাবনার আটঘরিয়ায় পুলিশের হাতে ধরা পড়ে এখন তিনি রাজশাহী কারাগারে। পাবনা জেলার আটঘরিয়া থেকে গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে রাজশাহী নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
শাহাজাহান আলী রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর টিবি রোডের মৃত আক্কেল আলীর ছেলে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শাহাজাহান আলী তাদের রাজপাড়া থানায় সাজাসহ ১৮টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। বিভিন্ন অপরাধে এই মামলাগুলো হয়েছিল। এর মধ্যে ৮টি মামলায় তার মোট সাজা হয় ৬ বছর ৩ মাস। এছাড়া অর্থদণ্ড ছিল ১ কোটি ৩০ লাখ টাকা।
কিন্তু নাম-পরিচয় পাল্টে বিভিন্ন বেশে শাহাজাহান আলী আত্মগোপন করে বেড়াচ্ছিলেন। তবে পুলিশও তার সন্ধান পেতে লেগে থাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার পাবনা জেলার আটঘরিয়া এলাকা থেকে শাজাহান আলীকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com