আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে বিপুল পরিমান দেশীয় অস্ত্র বিদেশী পিস্তল, গুলি ম্যাগাজিন, ককটেল সহ শীর্ষ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে ৩টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ২৫ টি সামুরাই ৬টি ককটেল সহ তাদের আটক করার দাবী করছে পুলিশ।
আটকরা হলো- জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জামালপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে রঞ্জু সরকার এবং ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের সুরুজ আলীর ছেলে আক্কাস আলী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটককৃত অস্ত্র ব্যাবসায়ীরা দেশীয় অস্ত্র তৈরিসহ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলো। গতরাতে জামালগঞ্জ চারমাথা এলাকা তারা অস্ত্র বেচা-কেনা করছে, এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি ম্যাগাজিন ককটেল গুলোসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় অস্ত্র চাঁদাবাজী ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
Development by: webnewsdesign.com