পুরোনো প্রেমে মজেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর

বুধবার, ২৯ জানুয়ারি ২০২০ | ১:০৫ অপরাহ্ণ

পুরোনো প্রেমে মজেছেন  শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর
apps

বলিউডে পা রাখার আগে শিখর পাহাড়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল জাহ্নবী-শিখরের চুমুর একটি ছবি।
‘ধড়ক’ সিনেমায় কাজ করার সময় কাছাকাছি আসেন জাহ্নবী কাপুর ও ঈশান কাট্টার। তখন শোনা যায়, আর সম্পর্কে নেই জানভি-শিখর। এদিকে আবারো পুরোনো প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন জাহ্নবী।

 

 

 

 

 

 

 

তার কিছু ছবিও পোস্ট করেছেন জাহ্নবী কাপুর। জানা যায়, লোনাভালাতে শিখরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী। এই ছবিকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে আবারো পুরোনো প্রেমে মজেছেন এই নায়িকা।
গত বছর ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। বর্তমানে তার ঝুলিতে রয়েছে বেশ কিছু সিনেমা। ‘কার্গিল গার্ল’ সিনেমার শুটিং শেষ করেছেন জাহ্নবী। কার্তিক আরিয়ানের সঙ্গে ‘দোস্তানা-টু’ সিনেমার শুটিং শুরু করছেন। এছাড়া রাজকুমার রাওয়ের সঙ্গে ‘রুহি আফজা’ এবং করন জোহরের ‘তখত’ সিনেমায় দেখা যাবে তাকে।

Development by: webnewsdesign.com