রাজশাহীতে ‘ধর্ষণবিরোধী নেটওয়ার্ক’ নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে, পুরুষেরাও ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার হয়। কিন্তু প্রচলিত আইনে পুরুষ ধর্ষণের ক্ষেত্রে কোন শাস্তির বিধান নেই। পুরুষ শুধু সমকামিতার অভিযোগ করতে পারে। কিন্তু নারীর দ্বারা নিপীড়নের শিকার হলে আলাদা করে আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ নেই।
তাই আইনের সংশোধন করতে হবে। পুরুষ ধর্ষণের শিকার হলে তারও অভিযোগ করার অধিকার নিশ্চিত করতে হবে।
রোববার (১১ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সংবাদ সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে ধর্ষিত নারী মামলা পরিচালনার খরচ চালাতে অক্ষম হলে রাষ্ট্রীয়ভাবে ব্যয় বহন করা, নির্যাতিত নারীর নিরাপত্তা নিশ্চিত, সামাজিকভাবে নারীকে হেয় করে এমন সকল কর্মসূচি আইনত দণ্ডনীয় করাসহ আরও কিছু দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ধর্ষণবিরোধী নেটওয়ার্কের আহ্বায়ক মীরা সুষ্মিতা, যুগ্ম আহ্বায়ক মারিয়া তন্বী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ, অর্থ সম্পাদক রাদিতা কাউসার, সাংগঠনিক সম্পাদক নিঝুম তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com