পুঠিয়ায় পুকুর থেকে ১ মানষিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | ৭:১৪ অপরাহ্ণ

পুঠিয়ায় পুকুর থেকে ১ মানষিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
apps

রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে এক মানষিক ভারসাম্যহীন যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৭ টার দিকে পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন স্যামসাগর নামক পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত মানষিক ভারসাম্যহীন যুবকের নাম সুজন আলী (২৫) পুঠিয়া উপজেলার পৌর এলাকার কাজিপাড়া মহল্লার শরীফ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে রাজবাড়ি সংলগ্ন স্যামসাগর নামক পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাৎক্ষনিকভাবে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারন নিশ্চিতভাবে জানানো যাবে বলেও জানান।

Development by: webnewsdesign.com