শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ৭:৩৯ অপরাহ্ণ
রাজশাহীর পুঠিয়ায় অবৈধ হিউম্যান হলারের (ইমা) ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৪৫) নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী আয়শা বেগম (৪০)।
নিহত মিজানুর রাজশাহী জেরার চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। শনিবার সকাল ৯ টার দিকে ঢাকা-রাজশাহী সড়কের বানেশ্বর কলা হাটায় এই দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর সার্জেন্ট গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত আয়শা দূর্গাপুর পল্লি বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় আজ সকালে মোটরসাইকেল নিয়ে নিহত মিজানুর রহমান তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে অফিসে নিয়ে দূর্গাপুর দিকে যাচ্ছিলেন। বানেশ্বর কলাহাটার সামনে আসতেই পিছন থেকে হিউমান হলার সজরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান এবং তার স্ত্রী গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয় লোকজন ও পবা হাইওয়ে থানায় তাদের উদ্ধার করে গাড়ীতে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রামেক হাসপতালের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন এবং তার স্ত্রীকে ওয়ার্ডে ভর্তি করেন । তিনি আরো জনান, আমরা হিউম্যান হলার (ইমা) গাড়িটিকে জব্দ করেছি তবে ড্রাইভার পলাতক রয়েছে। তাকে আটকে চেষ্টা চলছে।