রাজশাহী জেরার পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় বেলপুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান এর সভাপতিত্বে পরিষদের হলরুমে সভায় বাজেট ঘোষণা করেন বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব রুমী পারভীন।
এ সময় বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ ইং অর্থ বছরের জন্য ৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৩০০ শত টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব ৩৮ লক্ষ ২১ হাজার ৩০০ শত এবং উন্নয়ন ২ কোটি ৯৪ লক্ষ ২৫ হাজার টাকা।
বাজেট ঘোষণা সভায় উপস্থিত ছিলেন, ২ং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ সরকার, ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, ৫ নং ওয়ার্ড সদস্য দেলুয়ার হোসেন,৬ নং ওয়ার্ড সদস্য মন্টু, নং ৭ ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সদস্য রমজান আলী, ৯ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ঝর্ণা বিবি (১,২,৩ সংরক্ষিত নারী সদস্য ), পুরুল বেগম (৪, ৫, ৬ সংরক্ষিত নারী সদস্য), মানজুরা বেগম (৭, ৮, ৯ সংরক্ষিত নারী সদস্য) সহ প্রমূখ।
Development by: webnewsdesign.com