পটুয়াখালী গলাচিপায় চর-কাজল ইউনিয়নের চরশিবা ৭নং ওয়ার্ডে লাঠিয়াল বাহিনীর হামলায় সাত জন গুরুতর আহত হয়। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টায় নুরুল হক মুন্সী ও রফিক মুন্সীর নেতৃত্বে লাঠিয়াল বাহিনী বাবুল মুন্সী, ইব্রাহিম মুন্সী, রবিউল মুন্সী, রহিম মুন্সী, শহিদ মুন্সী, রুবেল মুন্সী, মাসুদ মুন্সী ও আবুল হোসেন মুন্সি সরকারি জায়গায় রাস্তার পাশে মানবতার জীবন যাপন করা অসহায় গরীব খেটে খাওয়া দিন মজুর।
নজরুল হাওলাদার ও মনিরুল হাওলাদারের রাস্তার পাশে থাকা ঘরের কাছে এসে অসিয়ারা (৩২) স্বামী- জহিরুল হাওলাদার, অজুফা (৪০) স্বামী- আবুল কালাম হাওলাদার, হাহিমা (৫০) স্বামী- আবুল কালাম মিস্ত্রী ও রুনা বেগম (৩৪) স্বামী নজরুল হাওলাদার সহ ঘরেতে থাকা শাত জনকে দাঁ, ছোড়া, চল ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে এবং প্রান নাশের হুমকি দেয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে এনে ভর্তি করেন ডা.আবদ্ল্লুাহ আল-মামুন চিকিৎসা সেবা প্রদান করেন। স্থানীয় লোক জনের সূত্রে জানাযায় এরা গরীব লোকজন দিয়ে কাজ করিয়ে এদের নিয়মিত মায়না টাকা প্রদান করেন না, তাই গরীব লোকজনেরা এদের কাজ করতে না গেলে জোরপূর্বক মারধর করে থাকেন।
Development by: webnewsdesign.com