দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার অর্ন্তগত বৈরচুনা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ৩৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে আটক করেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় সীমান্ত পিলার ৩৩৭/এমপি হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওপাড়া পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। দুজন চোরাকারবারী মোটরসাইকেলযোগে বিজিবি টহল দলের কাছাকাছি আসলে বিজিবি টহল দল তাদেরকে ঘেরাও করে ৩৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোনসহ একজনকে আটক করেন।
অপর ১জন পালিয়ে যায়। আসামিরা হলেন, মোঃ ফরিদুল ইসলাম (৩০), পিতা-মৃত আঃ রফিক, গ্রামঃ জগনাথপুর, পোঃ-বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও। মোঃ মাজেদুর রহমান(৪৫), পিতা-মৃত দরমিয়ান আলী, গ্রাম-রামনা চন্দোহর, পোঃ বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও। পলাতক আসামিদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Development by: webnewsdesign.com