পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ

বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | ৫:১২ অপরাহ্ণ

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ
apps

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনায় কর্মহীন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ আগস্ট সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রসাশনের আয়োজনে ২৫০ জন শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ ইমদাদুল হক ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী, কুলি মুজুরের সভাপতি সুলতান, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল, পীরগঞ্জ বাজার দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল, সম্পাদক শওকত, ভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদক র্দুগেশ প্রমূখ ।

প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি উপস্থিত শ্রমিকরা।

Development by: webnewsdesign.com