পীরগঞ্জে আ’লীগের নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ | ২:১৭ অপরাহ্ণ

পীরগঞ্জে আ’লীগের নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
apps

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে পীরগঞ্জ পৌর আওয়ামীলীগ। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র কশিরুল আলম, পৌর যুবলীগের সাবেক সভাপতি ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক প্রমুখ।

এতে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান মেয়র কশিরুল আলমকে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ ভূমিকা রাখার আহবান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি। এ সময় উপজেলা আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com