রংপুরের পীরগঞ্জে মাদকাসক্ত যুবক কর্তৃক শিশু আবির হোসেনকে (৬) গলা কেটে হত্যাকারী আনারুল ইসলাম ওরফে বিটুলের ফাঁসির দাবি ও কুমেদপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর বাজারে প্রায় আড়াই সহস্রাধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার নারী-পুরুষ ওই মানববন্ধনে অংশগ্রহন করেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম মানববন্ধনকারীদের দাবির সঙ্গে একাত্বতা ঘোষনা করে বলেন, হত্যাকারীকে রিমান্ডে এনে ৭২ ঘণ্টার মধ্যে বাকী সহযোগীদের আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন এবং দ্রুতই কুমেদপুর ইউনিয়নকে প্রশাসনের সহযোগীতায় মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন।এতে পীরগঞ্জ শিক্ষক সমিতির (বাশিস) সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, ব্যবসায়ী সাগর আহম্মদ, রসুলপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবেদুল ইসলাম, প্রভাষক মিন্টু আজাদ, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক প্রমূখ বক্তৃতা করেন।উল্লেখ্য, গত ১৮ জুলাই রসুলপুরে গ্রাম পুলিশ সদস্য’র ছেলে আবিরকে মাদকাসক্ত যুবক বিটুল গলা কেটে হত্যা করে।
Development by: webnewsdesign.com