ঘরের মাঠে ২৬ জানুয়ারি শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন দল দেখে বিস্মিত দেশটির সাবেক তারকারা।
২০ জনের দলে ৯ জনই নবাগত! দলে নেই শান মাসুদ, হারিস সোহেল ও মোহাম্মদ আব্বাস। সাদা জার্সিতে অভিষেকের অপেক্ষায়- আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, কামরান গুলাম, সালমান আলী আগা, সউদ শাকিল, নুমান আলী, সাজিদ খান, হারিস রউফ ও তাবিস খান। যাদের অনেকেই অপরিচিত। পিসিবির এমন চমকজাগানিয়া দল ঘোষণায় চটেছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল। পিসিবিকে একরকম ধুয়ে দিয়েছেন কামরান।
আকমলের মতে, পাকিস্তানের টেস্ট ইতিহাসের সবচেয়ে অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ নিয়ে দল গড়েছে পিসিবি। পাকিস্তানের এই দলকে নাকি ওয়াপদার দলও চার দিনেই হারাতে পারবে।
কামরান আকমল বলেন, ‘আমি নিশ্চয়তা দিতে পারি, লিখেও দিতে পারি যে ওয়াপদা কিংবা এসএসজিসির (সুই সাউদার্ন গ্যাস করপোরেশনের ক্রিকেট টিম) দলও পাকিস্তানের এই দলকে হারাতে পারবে। আমার হাতে ক্ষমতা দিন, আমি ওয়াপদার খেলোয়াড়দের নিয়ে একটা দল গড়ব। আমি বাজি ধরতে পারি, ওরা চার দিনের মধ্যে এই দলকে হারাবে।’
দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে পাকিস্তানের এমন আনকোড়া দল গঠন কিছুইতে মেনে নেয়ার নয় বলে জানান কামরান।
তিনি বলেন, দলে শুধু বাবর আজম ও আজহার আলী ছাড়া আর কোনো ব্যাটসম্যান দেখছি না। মাত্র দুজন ব্যাটসম্যান নিয়ে আপনি ম্যাচ জিততে পারেন না আপনি। দলে বাবর, আজহার ও হাসান আলীর অন্তুর্ভূক্তির পরও সন্তুষ্ট নন কামরান। তার ভাষ্যে, সিরিজে বাবর-আজহার ফ্লপ হতে পারেন।
এর কারণ হিসেবে তিনি বলেন, বাবর মাত্রই লম্বা চোট থেকে ফিরেছে। অনেকদিন ক্রিকেটে নেই সে। আর আজহারের ব্যাটিং দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনারদের বিপক্ষে নড়বড়ে হতে পারে। স্পিন খেলার মতো একটা শক্তিশালী ব্যাটিং লাইনআপ দরকার ছিল আমাদের। প্রোটিয়াদের এতো অভিজ্ঞ বোলিংয়ের বিপক্ষে আমাদের এত অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ কী করবে, তা-ই ভেবে পাচ্ছি না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টেস্ট দল: আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মাদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, মোহাম্মাদ নেওয়াজ, ইয়াসির শাহ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, কামরান গুলাম, আগা সালমান, সউদ শাকিল, নুমান আলি, সাজিদ খান ও তাবিস খান। সূত্র: দ্য নিউজ পাকিস্তান
Development by: webnewsdesign.com