পিরোজপুরের মঠবাড়িয়ায় মিতু আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী মোবাইলে প্রেম করে বিয়ে অতঃপর বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেছে।
মিতু উপজেলার খেতাছিড়া গ্রামের চান মিয়ার মেয়ে ও স্থানীয় হাজিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানাগেছে, মিতু বাকেরগঞ্জের বালিপাড়া গ্রামের মৃত আনোয়ার মোল্লার ছেলে তানজিল মোল্লার সাথে মোবাইলে প্রেমের সম্পর্কে চার মাস পূর্বে পালিয়ে বিয়ে করেন। মিতু তানজিলের বাড়িতে গিয়ে জানতে পারেন তার পূর্বে স্ত্রী ও সন্তান আছে।
একপর্যায়ে বাকেরগঞ্জ থেকে তানজিলের সাথে মিতু চট্টগ্রামে গিয়ে দু’জনে গার্মেন্টসে চাকরি নেন। কিন্তু কিছু দিন যাওয়ার পর তানজিল মিতুকে রেখে পালিয়ে বাকেরগঞ্জের বাড়িতে আসেন। মিতু চট্টগ্রামের ঘর মালিকের সহায়তায় ৪-৫দিন পূর্বে বাড়িতে আসেন। ৮ অক্টোবর মিতুর সাথে তানজিল মোবাইল ফোনে পুনরায় কথা বলেন।
Development by: webnewsdesign.com