পিরোজপুরের নেছারবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
জানা গেছে, গত ১২ এপ্রিল নেছারবাদের ইউএনও মোশারেফ হোসেনের শরীরে জ্বর দেখা দেয়। পরের দিন ১৩ এপ্রিল তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পরীক্ষা শেষে ১৬ এপ্রিল রাতে আসা ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ বিষয়ে ইউএনও মোশারেফ হোসেন বলেন, আমার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছি।
Development by: webnewsdesign.com