লক্ষ্মীপুর থেকে কুমিল্লার একটি পার্কে পিকনিকে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। নিহত ওই ছাত্রীর নাম ফৌজিয়া আফরিন সামিয়া। সে লক্ষ্মীপুর সদর উপজেলার ইলেভেন কেয়ার একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
তার বাড়ি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বলে জানা গেছে। সামিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, পৌর শহরের শেখ রাসেল সড়কে অবস্থিত ইলেভেন কেয়ার একাডেমি থেকে বৃহস্পতিবার সকালে ৫০ শিক্ষার্থী নিয়ে কুমিল্লার একটি পার্কে পিকনিকে যায় কর্তৃপক্ষ।
বিকাল ৩টায় প্রধান শিক্ষকের মোবাইল ফোনেও পরিবারের সঙ্গে কথা হয় সামিয়ার। এর ঘণ্টাখানেক পর মেয়ের মৃত্যুর সংবাদ পান বাবা গিয়াস উদ্দিন ও মা কানিস ফাতেমা।
এর পর রাতে সহপাঠী ও শিক্ষকরা তার লাশ নিয়ে বাড়ি ফিরেন।
নিহতের বাবা-মা অভিযোগ করেন, পিকনিকে যেতে দিতে না চাইলেও শিক্ষকরা জোর করে তাকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার বিচার দাবি করেছেন তারা।
তবে সালমা নামের এক সহকারী শিক্ষক বলেন, পানিতে খিচুনি ওঠার পর সামিয়াকে হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যরা পলাতক রয়েছে। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার এসআই প্রেমনান্দ দাশ যুগান্তরকে বলেন, পিকনিকে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে নিহতের বাড়িতে এসেছি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে শিক্ষকরা ওই বাড়ি থেকে পালিয়ে যায়।
তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Development by: webnewsdesign.com