দুদিনের টানা বৃষ্টিপাতে পাহাড়ধসে রাঙ্গামাটির বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপজেলার ১১ কিলোমিটার এলাকায় যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্ন হয়ে যায়।
জানা গেছে, টানা বৃষ্টিপাতে ওই এলাকায় পাহাড়ধসে সড়কের ওপর মাটিপড়ে। এতে সড়কটির আংশিক ধসে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ফলে সড়ক পথে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সঙ্গে বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তা সবুজ চাকমা জানান, আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। আইন শৃঙ্খলাবাহিনী এবং সড়ক বিভাগের লোকজন মাটি সরানোর কাজ করছেন।
Development by: webnewsdesign.com