বরগুনার পাথরঘাটা উপজেলার ৪ ইউনিয়নে আজ রোববার সকাল ৮ টায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে। এটি তৃতীয় ধাপে শুরু হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিশৃঙ্খলা এড়াতে ও পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহলরত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণ।
উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে- পাথরঘাটার চারটি ইউনিয়নের রায়হানপুর, নাচনাপাড়া, চরদুয়ানী এবং পাথরঘাটা সদর ইউনিয়নের মোট ১৮১ টি ভোটকেন্দ্রে ভোট চলছে।
এই নির্বাচনে ৪ ইউনিয়নে ১৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারন সদস্য পদে ১৩৬ জন ও সংরক্ষিত মহিলা পদে ৪৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর ১৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও চারটি ইউনিয়নে মোট ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আরও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত রয়েছেন। পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন- তৃতীয় ধাপের পাথরঘাটা উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে।
এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের সব ধরনের ব্যবস্থা রয়েছে। আশা করছি কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর, নাচনাপাড়া, চরদুয়ানী ও পাথরঘাটা এই চার ইউনিয়নে মোট ৬২ হাজার ৬৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৩১ হাজার ৪৫৭ জন ও পুরুষ ভোটার ৩১ হাজার ২৩০ জন।
Development by: webnewsdesign.com