পাচারের সময় ৩০ বস্তা চাল উদ্ধার করছেন এনএসআই এর সদস্যরা

ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ১:৪৮ অপরাহ্ণ

পাচারের সময় ৩০ বস্তা চাল উদ্ধার করছেন এনএসআই এর সদস্যরা
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ টাকা কেজির চাল কার্ডধারীদের নিকট থেকে ক্রয় করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ করেন। পরে রাতের আধারে পাচারের সময় উপজেলার চাঁনপাড়া থেকে ৩০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চালগুলো জব্দ করে। জব্দকৃত চালগুলো স্থানীয় আওলাই ইউনিয়ন পরিষদে রাখা হয়।

 

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাল-কেনা বেঁচার অপরাধে চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.বরমান হোসেন জানান, সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল কেনা বেঁচা করছে বলে প্রাথমিক ভাবে ওই ব্যবসায়ী স্বীকার করায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জব্দকৃত চালগুলো পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরীব দুঃখির মাঝে বিতরণ করা হবে বলেও তিঁনি জানিয়েছেন।

Development by: webnewsdesign.com