পাক-মার্কিন সম্পর্কে নতুন মোড়

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৩৫ অপরাহ্ণ

পাক-মার্কিন সম্পর্কে নতুন মোড়
apps

সম্প্রতি লস্কর-ই-তৈয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে পাক আদালত কারাদন্ড দেয়ার ঘটনায় ইমরান সরকারের ভূয়সী প্রশংসা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহ-সচিব এ্যালিস ওয়েলস বলেছেন, সন্ত্রাসবাদ দমনে এটি একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ’।

 

প্যারিসে আসন্ন এফএটিএফ-এর বৈঠকে ইসলামাবাদকে ধূসর তালিকা থেকে বার করতে এ বার কোমর বাঁধবে আমেরিকা। গোটা বিষয়টি ভারতের কাছে হতাশার বলেই পররাষ্ট্র মন্ত্রণালয় জানানো হচ্ছে। ভারত মনে করে না শুধুমাত্র হাফিজ সইদকে ‘লোক দেখানো’ শাস্তি দেয়ার পরই পাকিস্তানকে ‘ক্লিন চিট’ দেয়ার কারণ আছে। ভারতবিরোধী জঙ্গী সংগঠনগুলোর পুঁজি বন্ধ করার প্রশ্নে এখনও বহু পথ হাঁটা বাকি ইসলামাবাদের বলে মনে করে দিল্লীর সাউথ ব্লক। ভারতের উৎকণ্ঠা বাড়িয়ে সম্প্রতি ট্রাম্প প্রশাসন বন্ধ থাকা পাক সেনা প্রশিক্ষণের কর্মসূচী আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে মার্কিন কংগ্রেসের অনুমতি চাওয়া হয়েছে। এ ব্যাপারে ৭ কোটি ২০ লক্ষ ডলার খরচ করা হবে বলে স্থির করা হয়েছে। ২০১৮-র জানুয়ারিতে এই গোটা কর্মসূচী বন্ধ করা হয়েছিল। ইসলামাবাদকে সন্ত্রাস দমনে আরও চাপ দেয়ার জন্য সে সময় এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেটি আবার চালু করার অর্থ, পাকিস্তান নিয়ে আমেরিকার একটি বড় ধরনের নীতি বদলের স্পষ্ট ইঙ্গিত। পাকিস্তানকে সঙ্গে নিয়ে আফগানিস্তানের তালেবানের সঙ্গে যেভাবে চুক্তি করার পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন, সেটিও সাউথ ব্লকের পছন্দ নয়। বারবার বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে ভারত এ কথা ওয়াশিংটনকে বলে আসছে যে, শান্তি চুক্তির পরেও তালেবানের জঙ্গী অংশকে পাকিস্তান নিয়মিতভাবে অস্ত্র এবং অর্থ সাহায্য করে আসছে। কিন্তু আমেরিকায় নির্বাচনের আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের তাড়া রয়েছে ট্রাম্পের।

Development by: webnewsdesign.com