‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে গ্রেফতার ভারতীয় ছাত্রী

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | ২:৫৩ অপরাহ্ণ

‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে গ্রেফতার ভারতীয় ছাত্রী
apps

ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালোরে। বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী জনসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় এক ছাত্রীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাকে দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ভারতের শহর ব্যাঙ্গালোরের। এরই মধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদ ও সামাজিক মাধ্যমে।ওই ছাত্রীর নাম অমূল্যা লিয়োনা। পুলিশ জানিয়েছে, দেশদ্রোহের অভিযোগে তাকে দুসপ্তাহের জন্য হেফাজতে পাঠানো হয়েছে।কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ইঙ্গিত দিয়েছেন ওই ছাত্রীর সম্ভবত নকশালপন্থীদের সঙ্গে যোগাযোগ ছিল।
যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা ও শোনা যাচ্ছে, ১৮ বছর বয়সী ছাত্রী অমূল্যা লিয়োনা ভাষণ দিতে উঠে প্রথমে কয়েকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেন। সেই সময়ে তার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন আয়োজকরা। এ সময় মঞ্চে বিশৃঙ্খলাও তৈরি হয়।মঞ্চেই ছিলেন ওই সভার স্টার বক্তা, কট্টরপন্থী বলে পরিচিত হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসিও। তিনিও ওই ছাত্রীকে থামাতে ছুটে আসেন। পুলিশ কর্মকর্তাদেরও দেখা যাচ্ছে লিয়োনাকে বাধা দিতে।তবে অমূল্যা সবাইকে বলেন, “এক মিনিট দাঁড়ান। আমাকে বলতে দিন।”এরপর তিনি আবারও ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার পরেই ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন কয়েকবার। ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগানে গলা মেলাতে থাকেন সভায় হাজির কিছু মানুষ।
এ সময় তার হাত থেকে মাইক কেড়ে নিতে সমর্থ হন আয়োজকরা এবং পুলিশ তাকে টানতে থাকে।এবার মিজ লিয়োনা খালি গলায় বলতে শুরু করেন যে কেন তিনি পাকিস্তান জিন্দাবাদ আর হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান একই সঙ্গে দিচ্ছিলেন। কিন্তু বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে মাইক ছাড়া তার কথা বিশেষ বোঝা যায়নি।এরপর তাকে পুলিশ টানতে টানতে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়। সূত্র: বিবিসি

Development by: webnewsdesign.com