পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুক্কুরে ট্রেনের ধাক্কায় পাঞ্জাবগামী যাত্রীবাহী বাসের অন্তত ৩০ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ৬০ যাত্রী আহত হয়েছেন।শনিবার (২৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) রাতে করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ‘৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় পাঞ্জাবগামী বাসটিকে ধাক্কা দিলে বাসটি প্রায় ২শ ফিট দূরে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬০ যাত্রী। আহতদের উদ্ধার করে রোহরি ও সুক্কুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে গত বছরের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুর শহরের কাছে ৩১ অক্টোবর যাত্রীবাহী একটি ট্রেনে আগুন লেগে। এতে অন্তত ৭৩ যাত্রী নিহত হয়। একই বছরের ১১ জুলাই পাকিস্তানের সাদিকাবাদে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ জন নিহত হয়।
Development by: webnewsdesign.com