পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চীনা নাগরিকসহ নিহত ১২

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | ৩:৩৯ অপরাহ্ণ

পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চীনা নাগরিকসহ নিহত ১২
apps

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি বাসে বিস্ফোরণে ৯ চীনা ইঞ্জিনিয়ারসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত ইঞ্জিনিয়ার আপার কোহিস্তান জেলার দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন।

এই বিস্ফোরণে অন্তত তিন পাকিস্তানিও নিহত হয়েছেন।

বিস্ফোরণটি রাস্তার পাশে পেতে রাখা বোমা না বাসটিতে রাখা কোনো বোমার কারণে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃবিতে তাদের নয় নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জম আনসারি জানিয়েছেন, নাশকতা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে।

Development by: webnewsdesign.com