পাকিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫৫০ জনের মৃত্যু

শনিবার, ০৬ আগস্ট ২০২২ | ২:১৩ অপরাহ্ণ

পাকিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫৫০ জনের মৃত্যু
apps

অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত এক মাসে পাকিস্তানে অন্তত ৫৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে শনিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বন্যায় ৪৬ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি বেলুচিস্তান প্রদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছেও আবেদন জানিয়েছে প্রাদেশিক সরকার।

উল্লেখ্য, দেশটিতে তিন দশকের মধ্যে গত মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এ সময় গত ৩০ বছরের গড় থেকে ১৩৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

সূত্র : রয়টার্স

Development by: webnewsdesign.com