দলীয় ফান্ডে অবৈধভাবে অর্থগ্রহণের দায়ে জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ডেকে পাঠিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ২৩ আগস্ট তাকে নির্বাচন কমিশনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।পাকিস্তানের সংবাদমাধ্যম দা ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৫ আগস্ট) ইমরানকে এ চিঠি পাঠানো হয়।
পিটিআই ইচ্ছাকৃতভাবে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থগ্রহণ করেছে। যার মধ্যে ২১ লাখ ডলার অবৈধ বলে প্রতিবেদনে বলা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ছাড়াও ইমরান খানের নির্বাচনী অযোগ্যতার বিষয়ে আরও একটি শুনানির জন্য আগামী ১৬ আগস্ট তাকে হাজির হতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।পিটিআইয়ের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে অবৈধ অর্থগ্রহণের একটি মামলা চলছিল। মঙ্গলবার (২ আগস্ট) এ মামলার রায় দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, ইমরান খানের দল বিদেশ থেকে তহবিল গ্রহণ করেছিল। পাকিস্তানে বিদেশ থেকে অর্থগ্রহণ আইনত অবৈধ।নির্বাচন কমিশনের তিন সদস্যবিশিষ্ট একটি ট্রাইব্যুনালের দেয়া ওই রায়ে আরও বলা হয়, অন্তত ৩২টি বিদেশি ব্যক্তি অথবা সংস্থার কাছ থেকে তহবিল গ্রহণ করেছে পিটিআই।
ট্রাইব্যুনাল আরও বলেছে, দলটি তাদের ব্যাংক অ্যাকাউন্টের জন্য জাল হলফনামা জমা দিয়েছিল। এ ছাড়া তারা ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট গোপন করেছে।পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিটিআইয়ের প্রাপ্ত তহবিল কেন বাজেয়াপ্ত করা হবে না তার ব্যাখ্যা দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল ব্যবসায়ী আরিফ নকভি ও ৩৪ জন বিদেশি নাগরিকের কাছ থেকে তহবিল গ্রহণ করেছে।তবে পিটিআইয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এই রায়কে চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। মঙ্গলবার (২ আগস্ট) রাজধানী ইসলামাবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, প্রাপ্ত তহবিলগুলো বিদেশি পাকিস্তানিদের কাছ থেকে গ্রহণ করা হয়েছে যা অবৈধ নয়।
Development by: webnewsdesign.com