পাকিস্তানের বিমানবন্দরে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ | ১১:২৯ অপরাহ্ণ

পাকিস্তানের বিমানবন্দরে ভারতীয় বিমানের জরুরি অবতরণ
apps

দুর্ঘটনা এড়াতে ভারতীয় বিমানের জরুরি অবতরণ করানো হলো পাকিস্তানের করাচি বিমানবন্দরে। বিমান পরিচালনাকারী সংস্থা স্পাইসজেটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। মঙ্গলবার (৫ জুলাই) জিও টিভির প্রতিবেদনেও তথ্যটি উঠে আসে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে বোয়িং-737 বিমানটি। মাঝ আকাশে জ্বালানির ট্যাংকে সমস্যা দেখা দেয়। এর জেরে পথ পরিবর্তন করে প্লেনটিকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের দিকে। করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। এ সময় বিমানটিতে ১৫০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মাত্র দুই দিন আগে একই এয়ারলাইনের দিল্লি থেকে মধ্যপ্রদেশগামী আরেকটি অভ্যন্তরীণ ফ্লাইটের বিমানও জরুরি অবতরণ করানো হয়। ৫ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটির কেবিনে ধোয়া দেখা যায়। পরে দিল্লি বিমানবন্দরে ফেরানো হয় প্লেনটিকে।

Development by: webnewsdesign.com