পাকিস্তানের ‘নতুন প্রধানমন্ত্রী’র দায়িত্ব পাচ্ছেন কে?

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ

পাকিস্তানের ‘নতুন প্রধানমন্ত্রী’র দায়িত্ব পাচ্ছেন কে?
apps

ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে এক হয়েছে পাকিস্তানের বিরোধী দলগুলো। যদি অনাস্থা ভোটে ইমরান খান হেরে যান তাহলে তাকে ক্ষমতা ছাড়তে হবে এবং পাকিস্তানে নতুন সরকার গঠিত হবে। ৩১ মার্চ বৃহস্পতিবার ইমরান খানের ওপর আনীত অনাস্থা ভোটের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।

এখন প্রশ্ন হলো ইমরান খান দায়িত্ব হারালে কে হবেন প্রধানমন্ত্রী? ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরীফ। তিনি মুসলিম লিগ-নওয়াজ এর নেতা ও পাকিস্তানের প্রধান বিরোধী নেতা।

শাহবাজ শরীফের আরেকটি পরিচয় আছে। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই। ইমরান খান ক্ষমতায় আসার পর নওয়াজ শরীফ লন্ডনে নির্বাসিত জীবন-যাপন করছেন। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোই মূলত ইঙ্গিত দিয়েছেন শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হবেন।

বুধবার এ ব্যাপারে বিলওয়াল ভুট্টো বলেন, ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী না। কাল (বৃহস্পতিবার) ভোট হবে ও বিষয়টির নিষ্পত্তি হবে। এদিকে পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা হওয়ার আগে পাঞ্জাব প্রদেশের মূখ্যমন্ত্রী ছিলেন শাহবাজ শরীফ। তিনি পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন।

শাহবাজ শরীফ সবমিলিয়ে তিনবার পাঞ্জাবের মূখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে প্রথমবার মূখ্যমন্ত্রী হন। কিন্তু ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশারফ ক্ষমতা দখল করলে শাহবাজ শরীফ সৌদি আরবে পালিয়ে যান। আট বছর সৌদিতে নির্বাসিত থাকার পর ২০০৭ সালে তিনি পাকিস্তানে ফেরেন।

২০০৮ সালে তার দল জয় পেলে ফের তিনি পাঞ্জাবের মূখ্যমন্ত্রী হন। ২০১৩ সালে তৃতীয়বার তিনি দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ২০১৮ নির্বাচনে মুসলিম লিগ-নওয়াজ হেরে যায়। এরপরই শাহবাজ শরীফকে প্রধান বিরোধী দলীয় নেতা বানানো হয়।

সূত্র: এনডিটিভি

Development by: webnewsdesign.com