রাজশাহীতে ভাগ্য খুলেছে তরুণ যুবাদের। তৃতীয় ওয়ানডে সিরিজের জয় পেয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে পাকিস্তান। সিরিজের চতুর্থ ম্যাচে রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে শনিবার (১৩ মে) সকালে টসে হেরে ব্যাটিংএ নামে বাংলাদেশের যুবারা। শুরুতে তেমন একটা সুবিধা করতে না পারলেও সিরিজ হার থেকে বাঁচতে পাকিস্তানকে ২০০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের যুবারা। পাকিস্তানের দুর্দান্ত বোলিং ব্যাটিং বিপর্যয় পরে বাংলাদেশ। ৫০ রানের কোটা পুরুনের আগেই বাংলাদেশের হারায় তিন উইকেটে ।
দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন আরিফুর ইসলাম। ৫৫ বলে ৩৪ রান করেন মাহফুজুর রহমান। পারভেজ রহমান জীবন করেন ৩০ রান। ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে যুবারা সংগ্রহ করে ১৯৯ রান। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন আমির আলী খান ও আলী আসফান। আরাফাত মহসিন নিয়েছেন দুইটি উইকেট। এছাড়াও একটি করে উইকেটে নিয়েছেন মোহাম্মদ ইসলাম ও আমির হোসেন।
এদিকে, রাজশাহীতে প্রথম ম্যাচ দর্শক শূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে একটি গ্যালারি। সকাল থেকেই সেখানে দর্শকদের উপচে পড়া ভিড়। প্রবেশপথের গেট গুলোতেও দেখা গেছে লম্বা লাইন। স্টেডিয়ামের পাশের বহুতল ভবন থেকেও খেলা দেখতে দেখা গেছে দর্শকদের।
Development by: webnewsdesign.com