সুনামগঞ্জ সদরে পাওনা ২০ টাকা আদায় করতে আফির উদ্দিন (২৫) নামের এক যুবককে ছুরই মেরে খুন করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলাধীন সুরমা ইউনিয়নের মইনপুর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফির উদ্দিন একই এলাকার ফজিল হকের ছেলে।
জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ির সামনে আফির উদ্দিন (২৫) দাঁড়িয়ে ছিলেন। এসময় মুদি দোকানদার মো. ইকবাল হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন তার কাছে আগের পাওনা ২০ টাকা চান। আফির উদ্দিন হাতে টাকা নেই, তাই পরে দিবেন বলে জানান।
এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হৃদয় হোসেন ও তার বন্ধু মো. হাসান মিলে ধারালো ছুরি দিয়ে আফির উদ্দিনের বুকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Development by: webnewsdesign.com