পূর্ব ইউক্রেনে গত পাঁচ মাসের লড়াইয়ে রুশ সৈন্য হতাহতের সংখ্যা ১ লাল ছাড়িয়েছে বেশি। বেশিরভাগই বাখমুতে এসব হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০ হাজারেরও বেশি নিহত ও ৮০ হাজারেরও বেশি আহত হয়েছে।
সোমবার হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এ তথ্য জানান। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের জানান, ‘আমাদের অনুমান, এক লক্ষ্যেরও বেশি রুশ সৈন্য হতাহত হয়েছে। আর এর মধ্যে নিহতের সংখ্যা ২০ হাজার।’
কিরবি বলেন, ‘রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো অঞ্চল দখল করতে পারেনি। মূলত বাখমুতের মাধ্যমে দনবাসে রুশ আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’ সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে কিরবি বলেন, নিহতদের প্রায় অর্ধেকই প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনারের সৈন্য। সঠিক প্রশিক্ষণ অথবা নেতৃত্ব ছাড়াই তাদের যুদ্ধে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র এসব নিহতের সংখ্যা কীভাবে গণনা করেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি কিরবি। ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি সোমবার বলেন, ‘পরিস্থিতি বেশ কঠিন’। যদিও ইউক্রেন এখনো রাশিয়ার বিরুদ্ধে পলটা আক্রমণ চালিয়ে যাচ্ছে।
Development by: webnewsdesign.com