পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবিদার: সোনিয়া গান্ধী

বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ | ১০:৪১ পূর্বাহ্ণ

পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবিদার: সোনিয়া গান্ধী
apps

গত পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। গতকাল বুধবার ভিডিও বার্তায় এই কথা জানান তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা’র গতকাল ৮ম দিনে থিম ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, অতিথি হিসাবে ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বক্তব্য রাখেন।

Development by: webnewsdesign.com